অর্ডার করার নিয়ম:

একাউন্ট রেজিষ্ট্রেশন



  • ওয়েবসাইটে নতুন হলে প্রথমে " Registration" বাটনে ক্লিক করে, রেজিস্ট্রেশন করুন। আপনি E-mail অথবা Mobile Number দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।
  • রেজিস্ট্রশন করার সময় আপনার সঠিক নাম ব্যবহার করুন। ( NID/Driving Licences /Passport যে নাম দেওয়া আছে)

Registration Step by Step

1. আপনার পূর্ণ নাম ( NID/Driving Licences /Passport _এ যে নাম দেওয়া আছে)

2. মোবাইল নম্বর অথবা ইমেইল ব্যবহার করবেন অবশ্যই ব্যবহৃত ফোন নম্বর সাথে রাখবেন ইমেলের ক্ষেত্রে ইমেল লগইন রাখবেন।  E-mail এর ক্ষেত্রে E-mail এ Login করে Verification Link এ ক্লিক করে Verify করে নিন।Mobile Number এর ক্ষেত্রে আপনি যে নম্বর ব্যবহার করবেন সেই নম্বরে OTP Code দিয়ে Verify করে নিন।

3. আপনার পছন্দমত পাসওয়ার্ড ব্যাবহার করুন

4. কনর্ফাম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড ব্যাবহার করুন

5. "By signing up you agree to our terms and conditions" ক্লিক করুন

6. Create Account ক্লিক করুন

আপনার একাউন্টটি সম্পন্ন হয়েছে। 

বিঃদ্রঃ ফোন নম্বর থেকে লগইনের ক্ষেত্রে অবশ্যই কান্ট্রি কোড +88  ব্যবহার করুন, অন্যথায় লগইন হবে না।

                                      

পন্য অর্ডার করার নিয়ম

২। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি পছন্দ মত পন্য বাছাই করে "Buy Now" বাটনে ক্লিক করুন।


৩। এরপরে "Continue to Shipping" বাটনে ক্লিক করুন এবং "+" (Add new Adress) বাটনে ক্লিক করে আপনার সঠিক ঠিকানা দিন। (হোল্ডিং নং, রোড নং, গ্রাম) ইত্যাদি দিন যদি থাকে।


৪। এবারে, "Continue to Delivery Info" তে ক্লিক করে "Continue to payment" এ ক্লিক করুন।


৫। পেমেন্ট করার আগে ডানপাশে ভাউচারে আপনার অর্ডারকৃত পন্যের নাম/মূল্য/Shipping cost ইত্যাদি সবকিছু ভালভাবে দেখে নিন।


  • আপনার যদি কোন কুপন কোড থাকে, তবে তা আপনি এখানে যোগ করতে পারেন।
৬। আপনি যে পদ্ধতিতে পেমেন্ট করতে পারেনঃ-


  • SSL Commerz
  • bKash
  • Rocket
  • Cash on Delivery
  • Bank Asia
  • Wallet Balance.

  1. bKash/রকেট/ব্যাংক পেয়েমেণ্টের ক্ষেত্রে Order Place করার পর My Panel>Purchase History>Code>make payment থেকে যে মাধ্যমে payment করতে চান সেটি Select করে পেমেন্ট করুন।
  2. Cash on Delivery ক্ষেত্রে আপনি ৩০% পেমেন্ট অগ্রীম পরিশোধ করুন।
আপনার অর্ডারটি সম্পন্ন হলে, আমাদের Customer Care প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে অথবা SMS এম মাধ্যমে আপডেট জানিয়ে দেওয়া হবে।