Privacy Policy Page

epanda সকল সম্মানিত ক্রেতার তথ্য গোপন রাখে। এ সকল তথ্য আমাদের কাছে আমানতস্বরুপ


একাউন্ট সংক্রান্ত তথ্যঃ
একাউন্ট সংক্রান্ত তথ্য যেমন, নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি ডাটাবেজে সংরক্ষিত থাকে। এ সকল তথ্য রুচিশীল কতৃপক্ষ বিনিময় করে না। এ সকল তথ্য গোপনীয়তার সাথে সংরক্ষন করা হয়।

ক্যাশব্যাক ও ওয়ালেট সংক্রান্ত তথ্যঃ
কোন ক্রেতার ক্যাশব্যাক ব্যালান্স ও ওয়ালেট ব্যালান্স গোপনিয়তার সাথে ডাটাবেজে সংরক্ষন করা হয়।
ফোন অথবা ই-মেইলের মাধ্যমে কোন ক্রেতাকে তথ্য দেয়া হয় না। যদি কোন ক্রেতা এ সকল তথ্য দেখতে আগ্রহী থাকে, তবে সে তার একাউন্ট লগ ইন করে দেখতে পারেন।

অনলাইন পেমেন্ট সংক্রান্ত তথ্যঃ
epanda থেকে কোন পন্য ক্রয় করে পেমেন্ট করার সময় ব্যবহৃত ডেবিট/ক্রেডিট কার্ড মোবাইল ব্যাংকিং, ব্যাংক পেমেন্ট এর সকল তথ্য গোপন রাখা হয়।
সুতরাং ক্রেতা নিশ্চিন্তে পেমেন্ট করতে পারবেন।

ক্রেতার সকল তথ্য গোপনিয়তার সাথে সংরক্ষন করা হয়। সুতরাং ক্রেতার শপিং হোক চিন্তামুক্ত ও আনন্দময়